কুড়িগ্রামে শুভ জন্মাষ্টমী উপলক্ষে প্রসাদ বিতরন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৫৬:১০ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৭৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক বণার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আজ বুধবার সকালে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, গীতাপাঠ, আহ্বানী কীর্তন ও এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গন থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
উপজেলা কেন্দ্রীয় মন্দির পূজা কমিটির সভাপতি বীরেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও জেলা-কুড়িগ্রাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদ ও মহিল ঐক্য পরিষদ এবং নাওডাঙ্গা জমিদারী মহাচর্না সংঘসহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারও ভক্ত সমবেত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রানকৃষ্ণ দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় সরকার, সহসভাপতি রবীন্দ্রনাথ রায়, মহিলা ঐক্য পরিষদের সভাপতি শিপ্রা রানী রায়, সাধারণ সম্পাদক অলকা রাণী রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের হিসাব নিরীক্ষক সন্তোষ কুমার সিংহ, নাওডাঙ্গা ইউনিয়ন শাখার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল কুমার রায় প্রমূখ।
শেষে মন্দির প্রাঙ্গনে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।