ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০২:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
বাগেরহাট সংবাদদাতা: ৫ সেপ্টেম্বর ফকিরহাটে মায়ের সাথে গোসল করতে এসে পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশু অঙ্কিতা দাসের মৃত্যু হয়।এ বিষয়ে আরো জানাযায়,দোহাজারী গ্রামের পলাশ দাসের শিশু কন্যা অঙ্কিতা দাস তার মা অনিতা দাসের সাথে প্রতিদিনের মতো দুপুরে পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের পূর্বে পুকুরের পাড়ে দাড়িয়ে প্রতিবেশি এক নারীর সাথে অনিতা দাস কথা বলছিলেন। এসময় শিশু অঙ্কিতা পাশে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর শিশুটিকে পাশে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে। এসময় পুকুরের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে অনিতা দাস পুকুরে নামলে পানির মধ্যে শিশু অঙ্কিতার দেহ পায়ের সাথে স্পর্শ লাগে। এসময় মা অনিতা দাস ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু অঙ্কিতা দাসকে মৃত বলে ঘোষণা করে।এ ঘটনায় নিহত পরিবারের মাঝে শোকের মাতম বইছে।