রাজশাহীতে শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
রাজশাহী সংবাদদাতা: হিন্দুধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তথা শুভ জন্মাষ্টমী বিভাগীয় মহানগরী রাজশাহীতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে মহানগরীর হনুমানজি মন্দির থেকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রাজশাহী মহানগরীর উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সমূহ প্রদক্ষিণ করে হুনুমানজি মন্দিরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের রাজশাহী মহানগর সভাপতি অলোক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।