রায়পুরায় উন্নয়নে রুপকার হিসেবে কাজ করার সুযোগ চান এডঃ এবিএম রিয়াজুল কবির কাওছার
- আপডেট সময় : ০২:৫৯:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ২২ বার পড়া হয়েছে
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদী রায়পুরা উপজেলায় সকল ইউনিয়ন তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে সরকারের উন্নয়ন প্রচারের উঠান বৈঠক করেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৫(রায়পুরা) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাবেক অন্যতম সদস্য এডঃএবিএম রিয়াজুল কবির কাওছার।
আজ বুধবার(০৬ই সেপ্টেম্বর )সকালে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর বাজার মাঠ প্রাঙ্গণে সকল ইউনিয়ন তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে নিয়ে উত্তর বাখরনগর ইউনিয়ন ২নং ওয়ার্ডে আওয়ামীলীগ সভাপতি মোঃলাল মিয়া সভাপতিত্বে ও রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম মহিউদ্দিন সঞ্চানালয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীদেরকে ঐক্য হয়ে আবারও নৌকায় ভোট দিন, স্লোগানটিকে সক্রিয় ভূমিকায় অঙ্গীকারবদ্ধ করার জন্য সরকারের উন্নয়ন প্রচারের উঠান বৈঠকের আয়োজন করা হয়।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এডঃএবিএম রিয়াজুল কবির কাওছার সরকারের উন্নয়ন প্রচারের উঠান বৈঠকে বক্তব্যে বলেন,রায়পুরায় উন্নয়নে রুপকার হিসেবে কাজ করার সুযোগ দিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে যে স্বপ্ন দেখেছিলেন।বঙ্গবন্ধুরকন্যা ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙ্গালি জাতি মানুষের মৌলিক চাহিদা পূরণে স্মার্ট বাংলাদেশ রুপান্তর করতে যেমন দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক তেমনই রায়পুরায় উন্নয়নে রুপকার হিসেবে কাজ করার সুযোগ চান।
এ সময়ে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ ইমান উদ্দিন ভুঁইয়া,কৃষি বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,নরসিংদী জেলা আওয়ামী যুবলীগ সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মুসা,উত্তর বাখরনগর ইউপির সাবেক সফল চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা মোঃফজলুল হক ভুঁইয়া,রায়পুরা উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি পাপন মেম্বার, নরসিংদী জেলা আওয়ামী কৃষকলীগ সিনিয়র সহ-সভাপতি আশরাফ উদ্দিন ভুঁইয়া, মহেষপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, রায়পুরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সদস্য কাজী জসিম উদ্দিন, রায়পুরা পৌরসভার বিপ্লবী সাধারণ সম্পাদক কাজী এমদাদ,সিনিয়র সহ-সভাপতি রহিছ মিয়া, পাড়াতলী ইউনিয়নের আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি গোলাম সারোয়ার হিরা,রায়পুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দপ্তর সম্পাদক মোঃ জালাল মিয়া,অর্থ বিষয়ক সম্পাদক গাজী সরকার, হাইরমারা ইউপির সদস্য মোঃসাইফুল ইসলাম ,রায়পুরা উপজেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুগ্ম সাধারণ সম্পাদক মোঃমুকুল সরকার, প্রচার সম্পাদক মোঃনাছির উদ্দিন,সাবেক ছাত্রনেতা ও পৌর আওয়ামী যুবলীগ সভাপতি পদ প্রার্থী আসলাম রাজন,ছাত্রনেতা রাজীব সকল ইউনিয়নের তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বক্তব্যে সকল তৃণমূল আ.লীগ ত্যাগী নেতাকর্মীরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য থাকার ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদী-৫(রায়পুরা)আসনের জন্য নতুন প্রজন্মের অহংকার নৌকা মনোনয়ন প্রত্যাশী এডঃএবিএম রিয়াজুল কবির কাওছারকে উন্নয়নে রুপকার হিসেবে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন আহবান জানান।