সাংবাদিক মো. সগির হোসেন আর নেই
- আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ৭৬ বার পড়া হয়েছে
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা: দৈনিক সমকালের ভান্ডারিয়া উপজেলা প্রতিনিধি মো. সগির হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে তাকে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর।
তিনি মা, বাবা, স্ত্রী ও একপুত্র সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। বিকেল সাড়ে ৫টায় নামাজে জানাজা শেষে তার গ্রামের বাড়ি ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। নামাজে জানাযায় গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
তার মৃত্যুতে উপজেলার সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি মিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।