অন্তস্বত্বা পরিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন হল পরিদর্শক
- আপডেট সময় : ১০:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৪৪৭ বার পড়া হয়েছে
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা: পরিক্ষা হলে পেপার জমা দেওয়ার সময় বৃহস্পতিবার চেয়ারম্যান বাজার অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রভাষক আনোয়ার ৮ মাসের অন্তস্বত্বা পরিক্ষাথী ফারজানাকে স্কেল দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করার ঘটনায় সাময়িক বহিস্কার করেছেন হল পরিদর্শক প্রভাষক আনোয়ারকে । সত্যতা শিকার করে অধ্যক্ষ শাহাবুদ্দিন জানান, পরিক্ষা শেষে ঐ অসুস্থতা জনিত কারনে অপর এক পরিক্ষার্থিনীকে পেপার জমা দেওয়ার জন্য দেন । ঐ পরিক্ষার্থী জোরে পেপার টান দেওয়ায় তাকে অসুস্থ পরিক্ষার্থিনী রাগ করেন । হল পরিদর্শক আনোয়ার মনে করেছেন তাকে রাগ দেখিয়েছেন ফারজানা । এতে ক্ষিপ্ত হয়ে ৮ মাসের অর্ন্তস্বত্বা পরিক্ষার্থীকে স্কেল দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে । খবর পেয়ে আমরা ফারজানাকে চিকিৎসার জন্য দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রেরণ করি । এ বিষয়ে উক্ত শিক্ষককে সভাপতির নির্দেশক্রমে সাময়িক বহিস্কার করা হয়েছে। আগামী ৩ বছরের জন্য হল পরিদর্শক স্থগিত করেছেন ।
আহত পরিক্ষার্থিনীর মামা জানান, চরফ্যাশন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক ভোলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত হয়ে সহকারী কমিশনার ভুমি ও সিনিয়র মৎস্য কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শন করার নির্দেশ দেন । তারা ফারজানার চিকিৎসার খোজ খবর নেন ।