ইকো পার্কের বোবা কান্না
- আপডেট সময় : ১১:১৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩৮ বার পড়া হয়েছে
বর্তমান ও আগামী প্রজন্মের জন্য ঝালকাঠিতে ইকোপার্ক বাস্তবায়ন চাই। ইকোপার্ক বাস্তবায়ন আন্দোলনকারীদের পদক্ষেপের কারণে ঝালকাঠির মানুষ দেরিতে হলেও ফুঁসে উঠতে শুরু করেছেন।
অলিগলি মেঠোপথের লোক সমাজের প্রতিটি চায়ের টেবিলে শুধুই নিন্দা ও প্রতিবাদের এমনই আলোচনার ঝড় বইছে।
ইকোপার্ক বাস্তবায়ন আন্দোলনে সমর্থন সঙ্গীরা বিশ্বাস করে আন্দোলনের মাধ্যমে ঝালকাঠির ইকোপার্ক বাস্তবায়ন হবে ও একদিন সকল মানুষ উল্লাসে ফেটে পড়বে।
আমরাও বিশ্বাস করি ঝালকাঠির সর্বস্তরের বিপ্লবী মানুষের দল একটা সময় ইকোপার্ক বাস্তবায়নের দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়াবে। ইতিমধ্যেই ঝালকাঠির সর্বস্তরের মানুষ জেনেছেন যে ইকোপার্ক আজ কঠিন বিপদগ্রস্ত, ইকো পার্কের বোবা কান্না শুনেও যদি আমরা চুপ থাকি তবে বর্তমান ও আগামী প্রজন্ম আমাদের উপর অসন্তুষ্ট থাকবে।
ঝালকাঠিতে হাজার-হাজার অগণিত শিক্ষিত সিপাহী , মানবতাপ্রেমি সামাজিক সংগঠনের গুণীজন ব্যক্তিবর্গ আছেন। অতএব জয়ের জন্য ধৈর্য, লম্বা আন্দোলন, একদিন ঠিকই ইকোপার্ক বাস্তবায়নের পথ দেখাবে আর গর্বিত হবে আন্দোলনে অংশগ্রহণকারী ঝালকাঠির সকল সিপাহী।
উল্লেখ, এক’শ একর জমির ওপর সরকারি তত্বাবধানে নির্মিত ইকো পার্কটি ভূমিখেকোদের লালসার নজরে আজ ক্ষতবিক্ষত। পার্কটি রক্ষায় সমাজের বিভিন্ন মহলকে এগিয়ে আসা উচিত।
আহবানে: মো: হাসান মাহমুদ, সমাজকর্মী,ঝালকাঠি।