কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু আহত ১
- আপডেট সময় : ০১:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দুর্ঘটনায় মনিরুজ্জামান পাভেল (৩১) ও আবুল হোসেন (৩৪) নামের দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মারজান (২৮) গুরুতর আহত অবস্হায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজারহাট হতে লালমিরহাট সেলিমনগর যাওয়ার পথে ছিনাই বৈদ্যেরবাজার নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত পাভেল উলিপুর পৌরসভার সরদার পাড়ার মৃত শের আলীর ছেলে এবং আবুল হোসেন উত্তর দলদলিয়া মিয়া পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন পাভেলের বড় ভাই জয়নুল ইসলাম পারভেজ ও আবুল হোসেনের ভাগিনা লিমন।
পুলিশ ও স্হানীয়রা জানান, ঘটনার দিন সন্ধ্যায় পাভেল সহ তিন আরোহী একই মটরসাইকেলে রাজারহাট হতে লালমনিরহাট সেলিমনগর যাচ্ছিলেন। দ্রুত গতির পালসার মটরসাইকেলটি ছিনাই ইউনিয়নের বৈদ্যেরবাজার এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যতিক খুঁটির সাথে ধাক্কা লেগে ছিটকে পরে যায়। এসময় স্হানীরা তিনজন কে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপালে নেয়ার পথে পাভেল মারা যায়। এবং আবুল হোসেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত মারজান (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে উলিপুর পৌরসভার হায়াৎখাঁ এলাকার আব্দুল্লাহ এর ছেলে।
রাজারহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে।