চাটখিলে টিবি,ম্যালেরিয়া এবং কোভিড-১৯ কার্যক্রম নিয়ে ব্র্যাকের ওরিয়েন্টেশন
- আপডেট সময় : ০৩:০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : নোয়াখালীর চাটখিলে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের আয়োজনে টিবি,ম্যালেরিয়া,এইচআইভি এবং কোভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে চাটখিল ব্র্যাক অফিসে ৭ সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া। ডা: নূর মোহাম্মদের সভাপতিত্বে ও সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো.নূরুল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মারুফ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, মহিলা ভাইস চেয়ারম্যান রোজী শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা টিবি,ম্যালেরিয়া,এইচআইভি ও কোভিড-১৯ এর চিকিৎসা, প্রতিরোধ ও সচেতনতার উপর উপস্থিত সকলকে অবহিত করেন এবং এ রোগগুলি সম্বন্ধে সমাজকে সচেতন করার উপর গুরুত্বারোপ করে। যক্ষ্মার লক্ষণ, হাঁচি, কাঁশি ও জ্বর দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যক্ষ্মা বিভাগে যোগযোগ করে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান। সরকার বিনামূলে যক্ষ্মারোগীদের চিকিৎসা সেবা ও ঔষুধ প্রধান করে আসছে।
ওরিয়েন্টশন সভায় সাংবাদিক,পল্লী চিকিৎসক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চাটখিল ব্র্যাক অফিস চলতি বছর ২৭৮ জন যক্ষ্মা রোগী সনাক্ত করে চিকিৎসা সেবা দিচ্ছে এবং আক্রান্ত পরিবারগুলোর ১৬৮ জনকে টিপিটি সেবা দিয়েছে।