বিএমএসএফ’র রাজৈর শাখার সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের রাজৈরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে রাজৈর উপজেলার কুঠিবাড়িতে সংগঠণের
কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সোহেল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিয়াজ ফকিরের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এস এম ফেরদৌস হোসাইন।
এসময় জরুরী সভায় আলোচনা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মোক্তার হোসেন, সহ সভাপতি আরিফুজ্জামান টিপু, সাধারণ সম্পাদক সুজন হোসেন রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল শিকদার, কার্যকরী সম্পাদক এমারত হোসেন প্রমুখ।
উক্ত সভায় সভাপতি এস এম ফেরদৌস হোসাইন বলেন, সাংবাদিকদের মর্যাদা অধিকার আদায়ে চাই সকলের ঐক্যবদ্ধতা। সকল সাংবাদিককে মিলে মিশে লেখনীর মাধ্যমে রাজৈর উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে । বিএমএসএফ’র ১৪ দফা দাবীগুলো তুলে ধরে অনতি বিলম্বে সেগুলো কার্যকর করার জোর দাবী জানান।