সংবাদ শিরোনাম ::
বেশি দামে স্যালাইন বিক্রি, দুই দোকানিকে জরিমানা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
রাজশাহী সংবাদদাতা: রাজশাহীতে মূল্য তালিকার চেয়ে বেশি দামে স্যালাইন বিক্রি বন্ধে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের লক্ষীপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষুধ বিক্রি ও ৯১ টাকার স্যালাইন ২০০ টাকায় বিক্রি করায় আলিফ লাম মিম ও আরোগ্য নিকেতন ফার্মেসিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে মূল্য তালিকা নিশ্চিতের আশ্বাস দেয়া হলে এ দিনের অভিযান স্থগিত করে ভোক্তা অধিকার। বাজারে কোন অসাধু ব্যবসায়ী যেন বেশি মূল্যে স্যালাইন বিক্রি না করে তাদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।