শ্রীমঙ্গলে গরু-ছাগল ও নির্মাণ সামগ্রী বিতরণ
- আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল সংবাদদাতা: ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ- সামাজিক জীবন মান্নোয়নের লক্ষ্যে সমন্বিত অনুদান হিসেবে গরু-ছাগল, হাঁস -মুরগীর ঘর নির্মাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ- সামাজিক জীবন মান্নোয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প’ এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্প” আওতায় এর সুফলভোগীদের মাঝে অনুদান হিসেবে গরু এবং গরুর ঘর নির্মাণ সামগ্রী, হাঁস, মুরগীর ঘর, ছাগল বিতরণ করা হয়।
প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে বিরতন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ড. মোঃ আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস ছালাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক। প্রকল্পের আওতায় ৬৯ জনের মাঝে ১টি করে ষাড়, ঘর নির্মাণের জন্য ৪টি করে আরসিসি পিলার, ৫টি ঢেউ টিন ও ১৬০টি ইট, ৩৪৫ জনের মাঝে ২০টি করে হাঁস, ৩৪৫ জনের মাঝে ২০টি করে মুরগি মোট ৬৯০ জনের মাঝে হাঁস মুরগী, হাঁস মুরগী রাখার জন্য ১টি করে ঘর, এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রানী সম্পদ উন্নয়ন প্রকল্পে ১শ’ জনের মাঝে ২টি করে মোট ২শ’ টি ছাগল বিতরণ করা হয়েছে।