আ.লীগের এমপি প্রার্থী নজরুল হাসান মানিকের জনসংযোগ
- আপডেট সময় : ০৭:১৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগ করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী (অব:) মো নজরুল হাসান মানিক। আজ শুক্রবার বিকালে উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে নির্বাচনী জনসংযোগ করেন ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী (অব:) মো নজরুল হাসান মানিক।
জনসংযোগকালে ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী (অব:) মো নজরুল হাসান মানিক বলেন, এ বছরটি নির্বাচনী বছর। আর কয়েক মাস পরেই অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে আমরা তৃণমূল থেকে নৌকার পক্ষে কাজ শুরু করে দিয়েছি। বর্তমান সরকারের যে অর্জন, আমাদের মাতৃতুল্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার যে অর্জন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে সেই অর্জন মানুষ মূল্যায়ন করবে।
মানুষ বুঝতে শিখেছে আওয়ামী লীগের বাইরে অন্য কেউ এ দেশের ভালো চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এবং দেশের মানুষ ভালো থাকে। তাই দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল প্রকৌশলী (অব:) মো নজরুল হাসান মানিক আরো বলেন, আওয়ামী লীগকে নিয়ে দেশ এবং দেশের বাইরে একটি গোষ্ঠী আবারো ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে বিএনপি। বিএনপি চায় গণতান্ত্রিক ব্যবস্থা ছাড়াই পেছনের দরজা দিয়ে ক্ষমতা। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত রয়েছে। আগামী নির্বাচন জননেত্রী শেখ হাসিনার অধীনে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়েই সম্পন্ন হবে এবং আগামী নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে।