কুড়িগ্রামে দুই মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৩ জন
- আপডেট সময় : ০৯:০০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় দুই মোটরসাইকেল সংঘর্ষে মোজাম্মেল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন আরোহী।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কোদালকাটি ইউনিয়নের খাজারঘাট নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোজাম্মেল উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া গ্রামের জাবেদ আলীর ছেলে।
এ ঘটনায় গুরুতর আহতরা হলেন– জহুরুল (৩৫), আশিক (৩০) ও ওলি আহমেদ (৪৩)। তাদের মধ্যে জহুরুল ও আশিকের বাড়ি রাজিবপুরে। ওলি রৌমারী উপজেলার বাসিন্দা
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি আলাদা মোটরসাইকেলে করে ওই আরোহীরা রাজিবপুর শহর থেকে পাখিউড়া এলাকায় যাচ্ছিলেন। খাজার ঘাট এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলের পরস্পর ধাক্কা লাগে। এতে চারজন আরোহী ছিটকে সড়কের পাশের গাছে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মোজাম্মেলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জহুরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি মোজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।