কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সদস্য পদপ্রার্থী আল-আমিন
- আপডেট সময় : ০৭:৪৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ৫২৭ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা: বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর ২০২৩- ২০২৫ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে কার্যকারী পরিষদের সদস্য পদপ্রার্থী মোঃ আল-আমিন। আগামীকাল ৯ সেপ্টেম্বর শনিবার বকশিবাজার, কারা কনভেনশন সেন্টারে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট চলবে। এখানে মোট ভোটার সংখ্যা ১২০০ জন। এখানে দুইটি গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করবে এবং প্রার্থী সংখ্যা ৫১ জন। যারা এখান থেকেই সদস্য নির্বাচিত হবেন তাদের মধ্য থেকেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। তার মধ্যে তিনি একজন প্রার্থী, তার ব্যালট নাম্বার ৬। তিনি ভোটারদের কাছে (৬) নং ব্যালটে ভোট কামনা করেছে। তিনি বলেন আমি যদি নির্বাচিত হই, ব্যবসায়ী সংগঠনের কল্যানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব। তিনি কেমিক্যাল ব্যবসার সাথে ২০ বছর ধরে জড়িত রয়েছেন। স্বত্বাধিকারী আল-আমিন কেমিক্যালস।











