বেলকুচিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর মেয়রের পথসভা
- আপডেট সময় : ০৭:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১৩১৪ বার পড়া হয়েছে
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পথসভা করেছে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়নের প্রত্যাশায় সিরাজগঞ্জ- ৫ আসনে পথসভা করছেন।
শুক্রবার (৮ সেপ্টম্বর) বিকালে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহাআলম সরকারের সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুজার মাষ্টারের সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসন্নের নৌকার মনোনয়ন প্রত্যাশি বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
পথসভায় আরও বক্তব্য রাখেন, সাবেক পৌর কাউন্সিলর বদর উদ্দিন মন্ডল, আক্তার হোসেন প্রামানিক, কাউন্সিলর নার্গিস বেগম ঊষা, যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক সরকার, সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভুঁইয়াসহ আওয়ামী লীগ, সহযোগি সংগঠন ও বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্যে এদেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন।