সিলেটে ভারতীয় নিষিদ্ধ বিড়ি উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ
- আপডেট সময় : ১১:৪৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১০০ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: সিলেটে আড়াই লক্ষ টাকার ভারতীয় আমদানী নিষিদ্ধ বিড়ি উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের সুরইঘাট-বাগরাগামী সড়ক থেকে এক লক্ষ ছাব্বিশ হাজার শলাকা বিড়ি উদ্ধার করে পুলিশ।
তবে, পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো:সম্রাট তালুকদার।
শুক্রবার বিকালে গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষীপ্রসাদ ইউনিয়নের সুরইঘাট-বাগরাগামী সড়ক থেকে একলক্ষ ছাব্বিশ হাজার শলাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।যার মূল্য অনুমান দুই লক্ষ ৫২ হাজার টাকা।এ সময় পুলিশের উপস্থিতিতে টের পেয়ে ঘটনাস্থল হতে আসামিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো.সম্রাট তালুকদার বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা করে। মামলা নং-০৬, তারিখ-০৮/০৯/২০২৩।পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশের আভিযানিক টিম কর্তৃক অভিযান অব্যাহত আছে।