কুড়িগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় শিশু মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ৯৯ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: কুড়িগ্রামের রাজারহাট -তিস্তা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় আহত শিশু আঁখিমনির (৬) মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আঁখি’র মৃত্যু হয়।
আঁখিমনি রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। এবং উপজেলার কিশামত পুনকর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।’
বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হীল জামান।’
স্হানীয়রা জানায়, শুক্রবার বেলা অনুমানিক ১১টার সময় রাজারহাট-তিস্তা মহাসড়কের কিশামত পুনকর মসজিদ সংলগ্ন এলাকায় শিশু আঁখিমনি রাস্তা পারাপার করতে গিয়ে দ্রুতগতির একটি মাইক্রোবাস ধাক্কা দিলে ছিটকে পড়ে যায় সে । স্হানীরা গুরুতর আহত অবস্হায় তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্হার অবনতি দেখে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রংপুরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
রাজারহাট থানার (ওসি) আব্দুল্লা হীল জামান জানান, এব্যপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।