সরকার জনগনের কষ্ট লাঘবে নিরলস কাজ করে যাচ্ছে–কুড়িগ্রামে প্রকল্প পরিদর্শনে এসে সচিব নাজমুল আহসান
- আপডেট সময় : ০৮:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: কুড়িগ্রাম জেলার ব্রহ্মপুত্র নদের ডান ও বামতীর সুরক্ষা প্রকল্পের চলমান কাজ পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।
ডান ও বামতীর নদী সুরক্ষা ৪টি প্রকল্পের আওতাধীন ৫৭ কিলোমিটার জুড়ে চলমান কাজ পরিদর্শন করেন তিনি।
আজ (৯সেপ্টেম্বর) শনিবার দুপুরে উলিপুরের হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর নৌঘাটে কার্যক্রম পরিদর্শনে আরো উপস্হিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক শহিদুল ইসলাম, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহাবুবর রহমান, রংপুর বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবীব, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন।
এ সময় সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, সরকার জনগণের কষ্ট লাঘবে নিরলস কাজ করে যাচ্ছে। উলিপুর হাতিয়ায় সুইচগেট নির্মানে জমি অধিগ্রহণ কাজ চলমান। চিলমারী উপজেলার ক্ষতিগ্রস্ত নদীর ডানতীর মেরামতে কাজ সম্পুর্ন হয়েছে।
প্রয়োজনে অনুযায়ী নদনদীর খনন কাজও করা হচ্ছে।
এ সময় সচিব নাজমুল আহসান কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার রানীগঞ্জ, নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ, রৌমারী উপজেলার বলদমারা ঘাট ও রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ব্রহ্মপূত্র বামতীর সুরক্ষা বাঁধের কার্যক্রম পরিদর্শন করেন।