বগুড়ায় কলেজছাত্র হত্যায় মামলায় ৫আসামীর যাবজ্জীবন
- আপডেট সময় : ০৯:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার বহুল আলোচিত কলেজছাত্র আরিফুর রহমান হত্যা মামলার ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। সেই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা
ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, চাঞ্চল্যকর এই মামলার ৫ আসামীর মধ্যে রিপন দাস, শ্রী সম্পদ ও আব্দুল খালেককে আজ আদালতে আনা হয়। অন্য ২ আসামী শাহ আলম ও শ্রী সোনা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।
আজ রোববার (১০ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মণ্ডল এ রায় প্রদান করেন।
উল্লেখ্য, আরিফুর রহমান বগুড়া কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং তিনি অটোরিকশা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন।
এদিকে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নাছিমুল করিম হলি বাকি দুই পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়ে বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩০ এপ্রিল কলেজছাত্র আরিফুর রহমানকে অটোরিকশা বিক্রির কথা বলে ২০ হাজার টাকা বায়নার টাকাসহ বাড়ি থেকে ডেকে নিয়ে যান আসামিরা।
পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কলাবাগানে ফেলে রেখে যায়। ঘটনার দুদিন পর ২ মে নিহত আরিফুরের মা খোদেজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন করেন।