রায়পুরায় কুখ্যাত সন্ত্রাসী পলাতক আসামি সুমনকে গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৫০:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৩৩ বার পড়া হয়েছে
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদী রায়পুরায় বিস্ফোরক দ্রব্য আইনে পুলিশী কাজে বাঁধা দান হত্যা অস্ত্র নাশকতাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ফয়সাল আহমেদ সুমন(৩৫) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে এক নারীসহ গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত কুখ্যাত সন্ত্রাসী সুমন উপজেলার দূর্গম চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
গত শনিবার ৯ই সেপ্টেম্বর গ্রেফতারকৃত সুমনকে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। এর আগে গত শুক্রবার রাতে রায়পুরা থানার উপপরিদর্শক আপন কুমার মজুমদার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার কটিয়াদী থানা থেকে গ্রেফতার করে রায়পুরা থানায় নিয়ে আসে।
গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক আপন কুমার মজুমদার।
মামলাসূত্রে জানা যায়, গত বছর ২০ ডিসেম্বর রায়পুরা থানা পুলিশ বাদী হয়ে ফয়সাল আহমেদ সুমনের নামসহ ২৯ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে বিস্ফোরণ দ্রব্য আইন ৩ এর ধারায় মামলা হয়। এ ছাড়াও তার বিরুদ্ধে চেয়ারম্যান হত্যা অগ্নিয়াস্ত্র, নাশকতা, লুন্ঠন, চাঁদাবাজি, বাড়িঘরে আগুন লাগানো, সরকারি কাজে বাঁধা দানের নিমিত্তে আক্রমণ ও বলপ্রয়োগসহ একাধিক মামলার আসামি। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো: আজিজুর রহমান বলেন, ফয়সাল আহমেদ সুমনের বিরুদ্ধে চেয়ারম্যান হত্যা,চাঁদাবাজী বিস্ফোরক, লুটপাট ও ঘর-বাড়ি আগুন লাগানো,অস্ত্রসহ ২০টি মামলার আসামি। দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পলাতক আসামি ধরতে নিয়মিত কার্যক্রম চলবে।