শিক্ষার্থীর হয়ে রোবট করে দিবে ক্লাস
- আপডেট সময় : ০১:০২:০২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: ছোটবেলায় ঘুম ঘুম চোখে সকাল সকাল ক্লাস করার সময় এ কথাটা কমবেশি সবারই মনে হতো। এবার সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে জাপানের একটি শহর। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামোতো শহরের স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে কার্যত উপস্থিত দেখাতে রোবট ব্যবহারের পরিকল্পনা করছে শহরটি। এই রোবট ওই অনুপস্থিত শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে বিবেচিত হবে’।
জাপানের এই শহরে বিষণ্নতা ও অপদস্থ করার কারণে স্কুল পালানো শিক্ষার্থীর সংখ্যা ক্রমে বাড়ছে। এ কারণে শহর কর্তৃপক্ষ স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ভার্চ্যুয়ালি উপস্থিত রাখতে প্রতিনিধি হিসেবে রোবট ব্যবহারের পরিকল্পনা করছে’।
আগামী নভেম্বরেই কুমামোতো শহরের স্কুলগুলোর শ্রেণিকক্ষে এই রোবট ব্যবহার শুরু হওয়ার কথা। মাইক্রোফোন, স্পিকার ও ক্যামেরাযুক্ত এসব রোবট দ্বিমুখী যোগাযোগ করবে।
কুমামোতো মিউনিসিপ্যাল বোর্ড অব এডুকেশন বলেছে, এ ধরনের উদ্যোগ দেশে বিরল। এর উদ্দেশ্য হলো অনুপস্থিত শিক্ষার্থীদের উদ্বেগ কমিয়ে শ্রেণিকক্ষে ফিরিয়ে আনা।’
শহর কর্তৃপক্ষ বলছে, শিশুরা স্কুলে তাদের প্রতিনিধিত্বকারী রোবটগুলোকে ডিভাইসের মাধ্যমে বাসা থেকেই ব্যবহার করতে পারবে। এর সাহায্যে তারা শ্রেণিকক্ষে অংশ নিয়ে সহপাঠীদের সঙ্গেও আলোচনা করতে পারবে।’
দেশটির সরকারি তদন্তে জানা গেছে, অন্যান্য দেশের মতো জাপানে করোনা মহামারির পরে স্কুলে না যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেছে। শ্রেণিকক্ষে শিশুদের ধমক দেওয়া বা অপদস্থ করা এর কারণ হিসেবে বলা হচ্ছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, এক মিটার লম্বা রোবটগুলো স্বয়ংক্রিয় হবে। শিক্ষার্থীরা বাসা থেকেই নিজেদের প্রতিনিধিত্ব করা রোবটের মাধ্যমে নানা অনুষ্ঠানে অংশ নিতে পারবে।’