সিরাজগঞ্জে ম্যাটস শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ প্রদানসহ চার দফা দাবিতে সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন পালন করেছেন ম্যাটস শিক্ষার্থীরা।
রোববার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সিরাজগঞ্জ শহরের স্টেডিয়াম রোডের মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
তাদের দাবিগুলো হচ্ছে- ইন্টার্নশিপ বহালসহ অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ্ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহাম্মদ উল্ল্যাহ মনসুর। এ সময় সিরাজগঞ্জ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক আহসান হাবীব, সদস্য সচিব মফিদুল ইসলাম মাখন, ইন্টার্ন ছাত্রনেতা কাওসার আহম্মেদ, আব্দুল মালেক, মেজবাউল কাউসার ও মনিরুল ইসলাম প্রমূখ।