কাউনিয়ায় শিক্ষক, সভাপতি ও শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত
- আপডেট সময় : ০৯:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা: ১১-০৯-২৩: কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভায় মেনাজ বাজার এলাকায় হারাগাছ ইসলামীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রাজিয়া সুলতানা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন, হারাগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোস্তাফিজার রহমান (সুজন) শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন, সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ ওয়াহিদা ইয়াসমিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত ও সারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেষ্ঠ বিদ্যালয় হিসাবে নির্বাচিত হয়েছে। এ ব্যাপারে কাউনিয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল লতিফ জানিয়েছেন স্কুলের শিক্ষার গুনগত মান বৃদ্ধি, সৃজনশীল, কাজে অগ্রগতি আকর্ষণীয় কলাকৌশল, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বাড়ি বাড়ি গিয়ে ছাত্র ছাত্রীদের খোঁজ খবর নেওয়া, শ্রেণি ভিত্তিক মা সমাবেশ, নিয়মিত অভিভাবক সমাবেশ সহ স্কুলের চারপাশে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করায় তাদেরকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হয়েছে।