বিএমএসএফ স্থায়ী কমিটির সদস্য মাহফুজ কাদেরীর মাতৃবিয়োগে শোক প্রকাশ
- আপডেট সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা, সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের স্থায়ী কমিটির সদস্য, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক পাবনার আলোর সম্পাদক মাহফুজ আলী কাদেরীর মাতা আলহাজ্ব সৈয়দা নিলুফার কাদেরী সোমবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……. রাজেউন)। মৃত্যুকালে তিনি ছেলেমেয়ে, নাতিনাতনি, আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে বিএমএসএফ’র পক্ষ থেকে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। এক শোক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর ও সাধারণ সম্পাদক মেহেদী হাছান গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার ঢাকায় জানাযা এবং আগামীকাল মঙ্গলবার সন্ধ্যায় পাবনায় দ্বিতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি গতকাল থেকে ইবনেসিনা হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণের আওতায় চিকিৎসাধীন ছিলেন। রবিবার দুপুরের তিনি গুরুতর হার্ট অ্যাটাক হওয়ায় হাসপাতালের কার্ডিয়াক কনসাল্ট্যান্ট সার্জনদের তত্বাবধানে জরুরীভাবে আ্যানজিওগ্রাম ও বাম দিকের আর্টারিতে ২টা রিং পরানো হয়।
এদিকে মাহফুজ আলী কাদেরী তার মায়ের রুহের মাগফেরাত কামনায় পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সহকর্মী, বন্ধুগন ও শুভানুধ্যায়ী সহ সকলের প্রতি দোয়া চেয়েছন।
তিনি পাবনা জেলা বার সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট জহির আলী কাদেরীর স্ত্রী। তিনি অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও রুপকার ছিলেন।