র্যাবের হাতে বিদেশী পিস্তলসহ পিচ্চি লিটন গ্রেফতার
- আপডেট সময় : ০৬:১৫:০০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: নীলফামারীতে বিদেশী পিস্তলসহ তরিকুল আলম ওরফে পিচ্চি লিটনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
সোমবার দুপুরে ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ভেন্টিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এছাড়াও দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয় তার কাছ থেকে।
বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম।
গ্রেফতার পিচ্চি লিটন নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মৃত. আমিনুর রহমানের ছেলে। পেশায় তিনি বাস চালক। বাস চালকের পাশাপাশি অস্ত্র ব্যবসা এবং সন্ত্রাসী কার্যক্রমে সাথে জড়িত ছিলো সে।
র্যাব সুত্র জানায়, অস্ত্রের মুখে জিম্মি করে চুরি ছিনতাই হচ্ছিলো এমন অভিযোগের প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী শুরু করে র্যাব সদস্যরা। এরই মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ দুপুরে ঘটনাস্থলে অস্ত্র কেনা বেচা হচ্ছে এমন সুত্রে সেখানে অভিযান পরিচালনা করা হলে গ্রেফতার করা হয় তাকে।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে লিটনকে।
র্যাব-১৩ এর অধিনায়ক আরাফাত ইসলাম বলেন, নীলফামারীতে বাড়ি হলেও পিচ্চি লিটন থাকতো সাভারে। এই অস্ত্র নিজে ব্যবহারের পাশাপাশি ছিনতাই ও নাশকতার কাজে ভাড়া দিতো।
তিনি জানান, এই ব্যবসায় আরো কারা জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।