শাহজাদপুরে যমুনার ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৬:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে
সেলিম রেজা স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুম শুরুর পর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি,
জালালপুর ও কৈজুরি এ ৩ ইউনিয়নের যমুনা নদীর ভাঙ্গণে নিঃস্ব ও ঝুঁকিপূর্ণ
১১৫টি পরিবারের বসতবাড়ি স্থানান্তর ও পূণঃস্থাপনের জন্য মানবমুক্তি
সংস্থা স্টার্ট ফান্ড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় প্রতিটি পরিবারকে ২০
হাজার টাকা করে প্রদানের অংশ হিসাবে সোমবার সকালে ২১টি পরিবারকে প্রথম
ধাপে নগদ ১০ হাজার টাকা করে প্রদান করেন। দ্বিতীয় ধাপে তাদের আরও ১০
হাজার টাকা করে প্রদান করা হবে। শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর
আজাদ রহমান ও শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এ
অনুদানের টাকা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত
ছিলেন মানবমুক্তি সংস্থার পরিচালক আশরাফুজ্জামান খান সেলিমসহ ওই ৩
ইউনিয়য়নের চেয়ারম্যান ও জন প্রতিনিধিগণ। স্টার্ট ফান্ড বাংলাদেশের
সহযোগিতায় মানবমুক্তি সংস্থা নদী ভাঙ্গণে ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনে এ
মানবিক সহায়তা প্রকল্প বাস্তবায়ন করছেন।