শ্রীমঙ্গলে কর্মসূচিতে বাধা দেয়ায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের নিন্দা
- আপডেট সময় : ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল সংবাদদাতা:
১০ সেপ্টেম্বর,চা শ্রমিকদের সমাবেশে হামলা, সম্শ্রদায়িকতার ফাঁদ এবং প্রীতম দাশের কারাবরণ উপলক্ষে শ্রীমঙ্গলে ডাকা আলোচনা সভা পুলিশ ও সরকারি দলের লোকজনের বাঁধার মুখে পন্ড হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি।
সোমবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের
প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম এক বিবৃতিতে বলেন, আমরা অত্যন্ত ক্ষোভের সাথে লক্ষ্য করছি, বর্তমান আওয়ামী মাফিয়া সরকার নূন্যতম রাজনৈতিক শিষ্টাচারও আর রক্ষা করছে না। বিরোধী দলগুলোর সভা-সমাবেশের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করে এ দেশকে তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করতে চায়।
তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, আওয়ামীলীগ সরকারের পতন অনিবার্য। পতন ঘনিয়ে আসছে বলেই এই সরকার বদ্ধ উন্মাদের মতো আচরণ করছে। শ্রীমঙ্গলের ঘটনা গোটা দেশের পরিস্থিতিত খন্ডচিত্র। আমরা দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই অবৈধ মাফিয়া সরকারকে অপসারণ করবো এবং সকল রাজনৈতিক পক্ষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ রাষ্ট্রের সংস্কার করতে বদ্ধপরিকর।
উল্লেখ্য, শ্রীমঙ্গলে ওই আলোচনা সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, জাতীয় সমাজতান্ত্রিক দল- সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদ এর সদস্য সচিব হাবিবুর রহমান রিজুসহ গণতন্ত্র মঞ্চ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশ নেওয়ার কথা ছিল।