কক্সবাজারে অগ্নিকাণ্ডে ৫ দোকান ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
- আপডেট সময় : ১০:২৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজার সদরের পিএমখালী চেরাংঘর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় বাজারের ৫ টি দোকানের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে চেরাংঘর নামক বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চেরাংঘর বাজারের দিদারুল আলমের য ফার্নিচারের দোকান, রহিমের মালিকানাধীন পশু ও মৎস্য ফার্মেসি, জসিমের হার্ডওয়্যার দোকান, ফারুকের কুলিংকর্ণার ও লালু ফার্মেসির মালামালসহ ভস্মীভূত হয়। এসময় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয় ।
তবে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দিদার ফার্নিচারের দোকানে। তার দোকানে উন্নত মানের গাছের তৈরি খাট, চেয়ার, টেবিলসহ সম্পূর্ণ মালামাল পুড়ে যায়।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ এনামুল হক জানান, জসিম উদ্দিন নামে এক ব্যক্তির কুলিংকর্ণার থেকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিশেষায়িত পানির একটি গাড়ি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ওইসময় স্থানীয়দের আগুন নিয়ন্ত্রণে বেশি ভূমিকা ছিলো বলে জানান দমকল বাহিনীর এই কর্মকর্তা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.সৈয়দ রেজাউর রহমান রেজা, ইউপি সদস্য সাইফুল ইসলাম সোহাগ, অহিদুল আলম, আরিফ উল্লাহ, মোহাম্মদ আলম ও সংরক্ষিত নারী ইউপি সদস্য আনজুমান আরা।