দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নে প্রতিনিধি সভায় এমপি কমল
- আপডেট সময় : ০৩:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৫৪ বার পড়া হয়েছে
উন্নয়নের সুফল পাচ্ছেন বলেই জনগণ আবারও নৌকায় ভোট দিবে
নিজস্ব সংবাদদাতাঃ সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন, চ্যালেঞ্জিং নির্বাচন। যতবেশি জনপ্রিয়তা, যতবেশি ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। ততবেশি শত্রু সৃষ্টি হয়। আমাদের বিপক্ষ দল তাকিয়ে আছে, কিভাবে আমাদেরকে আঘাত করবে। আমরা মানুষের সামনে কথা বলি একটা, আমাদের বিপক্ষে যারা রয়েছে, তারা কথা বলে আরেকটা। তারা আমাদের বলা কথাগুলো বাদ দিয়ে, আমাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রচারণা চালাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, উন্নয়নের সুফল পাচ্ছেন বলেই জনগণ আবারও নৌকায় ভোট দিবে।
রামুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং ইউনিয়নে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সভায় এ কথা বলেন, জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে কক্সবাজার কনভেনশন হলে এবং রাত ৯টায় খুনিয়াপালং ইউনিয়নে পালং সিটি কনভেনশন হলে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তৃতা করেন, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আর মাত্র দুই মাস পরেই, জাতীয় সংসদ নির্বাচন। আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছে আপনারা। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায়। আপনারা আছেন বলেই, আজ আমরা সংসদ সদস্য। আপনারা বাংলাদেশ আওয়ামীলীগকে বার বার ক্ষমতায় এনেছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার সম্মানিত করেছেন। আপনাদের বাদ দিয়ে আমাদের কোন মূল্য নেই। ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি-সাধারণ সম্পাদকেরও কোন মূল্য নেই।
আগামী ২৩ সেপ্টেম্বর রামুতে অনুষ্ঠিতব্য জনসভা, কোন ব্যক্তিগত জনসভা নয়, উল্লেক করে এমপি কমল বলেন, এই জনসভায় জানান দিতে, দেশের উন্নয়নের ধারাবাহিতা রক্ষা করতে এবং অসম্পূর্ণ উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করতে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই আমরা ভালো থাকবো, বাংলাদেশের মানুষ ভালো থাকবে।
উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি তপন মল্লিক ও সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনা অনুষ্ঠিত পৃথক সভায় কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা রুস্তম আলী চৌধুরী, খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইউনুছ ভূট্টো, জাতীয় শ্রমিক লীগ রামু উপজেলা সভাপতি শফিকুল ইসলাম কাজল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা বক্তৃতা করেন।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে ছনখলা পাড়া ইয়ং স্টার ক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তোলে দেন এবং প্রধান অতিথির বক্তৃতা করেন সাইমুম সরওয়ার কমল এমপি।খুনিয়াপালং ইউনিয়নের কেচুয়া বনিয়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খুনিয়াপালং ইয়ং স্টার ফুটবল দল ২-০ গোলে হীরারদ্বীপ যুব উন্নয়ন ফুটবল ক্লাবকে পরাজিত করে।
সাবেক মেম্বার লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তৃতা করেন, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ শহীদ, খুনিয়াপালং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আবদুল মাবুদ, কক্সবাজার জেলা মেম্বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিদ্যুৎ, আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন চৌধুরী প্রমুখ।
ফুটবল ফাইনাল খেলার ট্রফি বিতরণ শেষে খুনিয়াপালং ইউনিয়নের ছাদিরকাটা মদিনাতুল উলুম মাদ্রাসা এবং কেচুবনিয়া তাওহিদিয়া দারুল কোরআন মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা পরিদর্শন করেন। এ সময় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক, পরিচালক এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন সাইমুম সরওয়ার কমল এমপি।