দাগনভূঞা ২৫টি ব্লকে এক যোগে আলোক ফাঁদ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা: ফেনীর দাগনভূঞা উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৫টি ব্লকে এক যোগে ফসলের পোঁক-মাকড়ের উপস্থিতি সনাক্তকরণের আলোক ফাঁদ সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মহিউদ্দিন মজুমদারের নিদের্শনায় উপজেলায় প্রতিটি ব্লকে উপ-সহকারী কৃষি অফিসারদের তত্বাবধানে এই আলোক ফাঁদ অনুষ্ঠিত হয়েছে। এসময় কৃষক-কৃষাণী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় মেম্বার ও সফল কৃষক মো: রফিকুল ইসলাম লাবলু বলেন, এই আলোক ফাঁদের কারণে ফসলের ক্ষতিকারক পোঁকগুলো খুব সহজেই মেরে ফেলা যায় এবং কোনো রকম কীটনাশক ব্যবহার করা লাগে না। ফলে কৃষকের যেমন উপকৃত হচ্ছে তেমনি ফসলের কোনো রকম ক্ষতি ও হচ্ছে না। উপজেলা কৃষি কর্মকর্তা মহি উদ্দিন মজুমদার বলেন, আমরা প্রায়ই এই আলোক ফাঁদের আয়োজন করে থাকি। নতুন কৃষকদের এই বিষয়ে ধারণা দেওয়া এবং কৃষকরা যেন এই ফাঁদ ব্যবহার করে ফসলের ক্ষতিকারক পোক-মাকড় খুব সহজেই মেরে ফেলতে পারে। এই ফাঁদ ব্যবহার করতে তেমন কোনো খরচ নেই, খুব সহজেই কৃষক এই ফাঁদ ব্যবহার করতে পারে।