বরগুনার পোলা কেনো পিরোজপুর করেছো তোলা তোলা
- আপডেট সময় : ০২:৫৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে
বরগুনার পোলা কেনো পিরোজপুর করেছো তোলা তোলা। পিরোজপুর (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার কি করছেন? আমাদের উন্নয়ন মানে কি সুপারির চেরা? রাস্তার কাজ আংশিক করে বছরের পর বছর ফেলে রাখার রহস্য কি? আপনি আসার পরে কত টাকা বরাদ্দ হয়েছে? কয়টি টেন্ডার করেছেন? কোথায় কোথায় কি কি করেছেন? নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন। এলজিইডি আর্থিক প্রতিষ্ঠান নয়, উন্নয়নের প্রতিষ্ঠান।
গণতন্ত্র আমাকে জানার অধিকার দিয়েছে। সরকারের কাজে অংশ গ্রহন এবং নজর রাখা আমার গণতান্ত্রিক অধিকার। পিরোজপুর নূর হোসেনের বাড়ি, গণতন্ত্র মুক্তি পাক। কত টাকা আপনার প্রয়োজন? কোটি কোটি টাকা একনেকের সভায় বরাদ্দ হয়েছে, সে টাকা কোথায় গেলো? দুইজন ঠিকাদার কিভাবে সব কাজ পায়? কিভাবে ঠিকাদার কাজ বিক্রি করে? কিভাবে মেঘ না চাইতেই বৃষ্টি হয়? আপনার সহধর্মিণী কি জানে আপনার কর্মকান্ড? দুষ্টলোক। বৌদি বংশীয় কিন্তু আপনি? লালশাড়ী ছুড়ে মারে তা-ই না।
সরকারের উন্নয়নের সুফল থেকে জনগণ কেনো বঞ্চিত হলো? কাজ শুরু হয়ে আবার পরে থাকে কেনো? এই রহস্য উন্মোচিত করুন প্লিজ। আপনি বরগুনা জেলার লোক হয়ে, পিরোজপুর ফোকলা করতে পারেন না। সমুদ্র পারের মানুষ মনটা এতো ছোট কেনো? দূর্নীতি হলে আপত্তি নেই কিন্তু আপনি পিরোজপুর জেলার পায়ুপথে সিমেন্ট দিলেন কেনো? ই-টেন্ডার করে এইভাবে? আজরাইল (আঃ)-এর ই-মেইলের উত্তর কি?
লেখক : জিয়াউদ্দিন তাওহীদ, সাবেক সহ-সভাপতি, বিএমএসএফ, কেন্দ্রীয় কমিটি।