বিএনপি-জামাতের দুঃশাসনে ফিরতে চায় না-আসাদুজ্জামান নূর
- আপডেট সময় : ০৪:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
নীলফামারী সংবাদদাতা: রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর বলেছেন, বিএনপি-জামাতের দুঃশাসনের দিকে মানুষ আর ফিরে যেতে চায় না।
আগামী নির্বাচনে ঐতিহাসিক জয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো সরকার গঠনের দায়িত্ব দেবে।
তিনি মঙ্গলবার দুপুরে নীলফামারী সরকারী কলেজের ছাত্রী হোস্টেলের উর্দ্ধমুখি পাঁচতলা এবং একাডেমিক ভবনের উর্দ্ধমুখী চার ও এক্সামিনেশন পাঁচ তলা হলের উদ্বোধন শেষে আলোচনা সভায় একথা বলেন।
নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ দিদারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপাধ্যক্ষ মাহবুব উর রহমান, অধ্যাপক তরিকুল ইসলাম লিখন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ বক্তব্য দেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম বলেন, প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দুই ভবনের উর্দ্ধমুখি উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।