ভান্ডারিয়ায় স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন কমিটি ঘোষণা ও পরিচিতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৪৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের ভান্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ভান্ডারিয়া উপজেলাধীন ৬টি ইউনিয়নের নবগঠিত কমিটি ঘোষণা উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবগঠিত ৬টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের তালিকা ঘোষণা করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. মিজানুর রহমান মিলন এর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. সাইফুল ইসলাম বাপ্পী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মো. রুহুল আমিন মুন্সি, মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক পৌর বিএনপি’র নেতা মো. হানিফ আল খলিফা, জেলা যুবদলের সহ-কোষাদক্ষ মো. রফিকুল ইসলাম বাবু, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো. আহমেদ তালুকদার মারুফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মাহফুজুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
এছারাও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুম জমাদ্দার, জেলা যুবদল নেতা তারেক আল-আমিন, মিরাজুল ইসলাম, শফিকুল শরিফ, স্বেচ্ছাসেবকদলের নেতা দিপু জমাদ্দার, এনায়েত হোসেন শামিম, সঞ্জয় দেবনাথ, ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইব্রাহীম হোসেন হিরন, রুম্মান সরদার, কলেজ সদস্য সচিব কিরোন সজিব, যুগ্ন আহবায়ক ইমরান হোসেন সহ আরো অনেকে।
বক্তারা, সকল ইউনিয়নের স্বেচ্ছাসেবকদলের নবগঠিত নেতৃবৃন্দদের মঙ্গল কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছারাও দলটির কার্যক্রম আরো গতিশীল করার লক্ষে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।