লিবিয়ায় ঘূর্ণিঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩০০০
- আপডেট সময় : ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা পোর্টাল: উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডব এবং আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা তিন হাজার দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এখন পর্যন্ত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সহয়তা সংস্থা রেড ক্রিসেন্ট’।
সালেহ আল ওবাইদি নামের এক বাসিন্দা বলেন, আমি আজ সকালে আমার পরিবারসহ নিরাপদ স্থানে আসতে পেরেছি। সকালে যখন সবাই ঘুম থেকে উঠি, তখন দেখি বাড়ির চারপাশ পানিতে ডুবে গেছে।
আহমেদ মোহমেদ নামে আরেক বাসিন্দা বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম। যখন ঘুম ভাঙল, তখন দেখলাম চারপাশে পানি। আমরা ভেতরে আটকা পড়ে ছিলাম। পরে উদ্ধারকারীরা আমাদের উদ্ধার করে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ড্যানিয়েল আঘাত হানার পর গাড়ির ছাদে ও উঁচু জাগাগায় বসে আছেন স্থানীয়রা। তাদের সামনে কোমর সমান বন্যার পানি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ১০ ফুট উচ্চতা পর্যন্ত পানি উঠে গেছে। রাস লানুফ, জুয়েতিনা, ব্রেগা ও এস সিদরা, লিবিয়ার চারটি বড় তেল বন্দরই শনিবার সন্ধ্যা থেকে তিনদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’
উল্লেখ্য, ২০১১ সালে বিদেশি হস্তক্ষেপের মাধ্যমে লিবিয়ার তৎকালীন শাসক মুয়াম্মার গাদ্দাফিকে অপসারণ এবং হত্যার পর থেকেই দেশটিতে কখনোই কোনো একক সরকার ছিল না। দেশটির বিভিন্ন অঞ্চল বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে। দেশটির পূর্ব ও পশ্চিমাংশে বর্তমানে পৃথক দুটি সরকার রয়েছে।