সংবাদ শিরোনাম ::
লৌহজংয়ে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
লৌহজং (মুন্সিগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ে অজ্ঞাত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কনকসার ইউনিয়নের দক্ষিণ সিংহের হাঁটি গ্রামের মুজিবুর শেখের বাড়ির নিকট পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় এই অজ্ঞাত শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ।
মাওয়া নৌ ফাঁড়ির ইনচার্জ এস এ ফুরকান জানান, আজ (মঙ্গলবার) সকালে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় একটি ৩/৪ বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। লাশটির কোন পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।সুরাতহাল শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়। এবিষয়ে লৌহজং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।