সংবাদ শিরোনাম ::
কাউখালীতে একই রাতে পাঁচটি গরু চুরি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালীতে একই রাতে পাঁচটি গরু চুরি হয়েছে। জানা গেছে, উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ফলইবুনিয়া গ্রামের হারুন ফরাজির দুইটি গরু, আব্দুর রব ফরাজের দুটি গরু ও একই এলাকার আলামিন হাওলাদারের একটি গরু মঙ্গলবার দিবাগত রাতে গোয়াল ঘরের তালা ভেঙ্গে চোর চক্র গরু চুরি করে নিয়ে যায়। গরুর আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
শিয়ালকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান গরু চুরির ঘটনা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে ফলইবুলিয়া গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান বাদল জানান, গরুর মালিকগণ কাউখালী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, চুরির অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।