কাউখালীতে বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩১:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের নিলতি সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বুধবার (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২৩১ জন ভোটারের মধ্যে ১৫৪ জন অভিভাবক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয় মাত্র চারটি। নির্বাচনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৪ জন নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা হলেন, বাবুল মীর, মোঃ সাখাওয়াত হোসেন, ফারুক হোসেন ও মোস্তফা হাওলাদার।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, কাউখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান।
সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়।
কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান ও কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং তারা বলেন নির্বাচন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।