বেলকুচিতে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন স্প্রে কার্ক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৭:২৮:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১১৮৭ বার পড়া হয়েছে
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকালে পৌরসভার উদ্যোগে বেলকুচি থানা চত্বরে মশা নিধন কর্মসূচির উদ্বোধন করেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এ সময় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আমিনুজ্জামান, বেলকুচি থানার উপ পরিদদর্শক বাবুল হোসেন, উপ পরিদর্শক শিমুল মন্ডল, কাউন্সিলর ফজলুল হক ফজল পৌর সভার হিসাব রক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু এবং এডিস মশার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। মানুষের সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে একটি সুন্দর পৌরনগর গড়ে তোলা সম্ভব। ডেঙ্গু এবং এডিস মশা প্রতিরোধে বেলকুচি পৌরসভা তার সর্বোচ্চ নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে এই এলাকার মানুষকে ভালো রাখার জন্য সব সময় পাশে থাকবে। তিনি আরও বলেন, প্রতিটি ওয়ার্ডে এই মশা নিধন কার্যক্রম চলমান থাকবে। আপনারা সবসময় আমার পাশে থাকবেন এই প্রত্যাশা রাখি। জনগণই আমার শক্তি জনগণের ভালোবাসা নিয়েই আজ আমি মেয়র এই শহরের মানুষের সুখ দুঃখের পাশে আমি থাকতে চাই সারাটা জীবন।