শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের উপর হামলা, মোবাইল ছিনতাই
- আপডেট সময় : ১০:২৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৫০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের শাহজাদপুরে পেশাগত দায়িত্ব পালনকালে ‘অপরাধ দমন’ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি, শাহজাদপুর সাংবাদিক ফোরাম’ এর সদস্য শরিফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে’।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে বারোটায় উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি মাজারের সামনে এ হামলার ঘটনাটি ঘটে। হামলার সময় তার কাছে থাকা মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয়া হয়। পরে আহত অবস্থায় সাংবাদিক শরিফুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা প্রদান করেন।’
এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহছিন নূরী খোকন সহ বেশ কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।
তারা সাংবাদিক শরিফুলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ রানা জানান, সাংবাদিক শরিফুল ইসলাম ডান কানের পাশে, ঠোটে এবং মুখ মন্ডলে আঘাতের চিহ্ন নিয়ে আমাদের নিকট আসেন। আমরা তাকে চিকিৎসা সেবা প্রদান করেছি। তিনি বর্তমানে শঙ্কামুক্ত আছেন’।
ঘটনার বর্ণনা দিয়ে শরিফুল ইসলাম জানান, “দুপুর বারোটার দিকে রতনকান্দি গ্রামে প্রতিপক্ষের উপর হামলা করার উদ্দেশ্যে মাইকিং করে লোকজনকে জমায়েতের আহ্বান জানানো হচ্ছিল। এসময় আমি এগিয়ে গিয়ে দেশীয় অস্ত্র, বাশের লাঠি সহ সমবেত হওয়া লোকজনের ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় মাদক ব্যবসায়ী বিকাশের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা করেন এবং আমার মোবাইল ছিনিয়ে নেন।”
খবর পেয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন’) আবু সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। তিনি আহত সাংবাদিক শরিফুলের নিকট ঘটনার বিবরণ শুনে হামলা সাথে জড়িতদের গ্রেফতার করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জনান।