৫ম জাতীয় এনএইচটি হোল্ডিং সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর
- আপডেট সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২-৩ সেপ্টেম্বর ২০২৩ইং বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন এর ব্যবস্থাপনায় সিজেকেএস প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত খেলায় ৫ম জাতীয় এনএইচটি হোল্ডিং সেপাক টাকরো চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর চট্টগ্রাম জেলা দল রেগু ও কোয়াড ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। উক্ত চ্যাম্পিয়ন ট্রফি ২টি সিজেকেএস সেপাক টাকরো কমিটি আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন কে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী সদস্য সৈয়দ আবুল বশর, গোলাম মহিউদ্দীন হাসান, নাসির মিঞা, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, চট্টগ্রমা জেলা সেপাক টাকরো দলের ম্যানেজার সৈয়দ নুর নবী লিটন,সিজেকেএস সেপাক টাকরো কমিটির ভাইস চেয়ারম্যান মো : লুৎফুল করিম সোহেল, , স্পন্সর প্রতিষ্ঠান এনএইচটি হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানসির তৈমুর মোর্শেদ, কো স্পন্সর আল মামুনুল করিম, সিজেকেএস কাউন্সিলর মাকসুদুর রহমান বুলবুল, আক্তারুজ্জামান, প্রবীন কুমার ঘোষ, এস এম ইকবাল মোর্শেদ প্রমুখ।