সংবাদ শিরোনাম ::
লৌহজংয়ে ২২ কেজি গাঁজাসহ সিএনজি চালক গ্রেফতার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা: মুন্সীগঞ্জের লৌহজংয়ে ২২ কেজি গাঁজাসহ আমির হোসেন (৩৮) নামক এক সিএনজি চালককে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের মাওয়া চৌরাস্তা থেকে গাঁজাসহ সিএনজি চালককে আটক করে পদ্মা সেতু উত্তর থানা পুলিশ। আজ (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে মামলা দায়ের করে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের সময় মাওয়া চৌরাস্তা এলাকায় সিএনজিতে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালানোর আগেই সিএনজিতে থাকা দুইজন পালিয়ে যায়। পরে তল্লাশি করে ২২ কেজি গাঁজাসহ সিএনজি ও চালককে আটক করা হয়। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। সে সাথে আসামিকে মুন্সীগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়।