ফুলপুরে ইউএনও’র সকল নিউজ বর্জনের সিদ্ধান্ত সাংবাদিকদের
- আপডেট সময় : ১২:৩৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে
ফুলপুর প্রতিনিধি।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বিতর্কিত প্রেসক্লাবের সভাপতি পরিচয় দেওয়ায় উপজেলা প্রশাসনের সকল নিউজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিকগণ।
আজ (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত ১০ টায় ফুলপুর প্রেসক্লাবের এক জরুরী মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলপুর প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন।
অনুুুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন।এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আতিকুর রহমান আতিক (দৈনিক স্বদেশ সংবাদ),শাহ্ নাফিউল্লাহ সৈকত (দৈনিক যায়যায়দিন)মিজানুর রহমান আকন্দ (দৈনিক আমার সংবাদ),
মুখছেদুল হক দুলাল (দৈনিক আলোকিত বাংলাদেশ), আবু রায়হান (দৈনিক ভোরের কাগজ),সেলিম রানা (দৈনিক প্রতিদিনের সংবাদ),তপু রায়হান রাব্বি (দৈনিক আজকের সংবাদ), মফিদুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), বাহার উদ্দিন (দৈনিক আলোকিত দেশ)জুুুয়েল রানা (অপরাধ অনুসন্ধান) উজ্জ্বল চৌধুরী (অপরাধ তালাশ) নূর হোসেন (শীর্ষ খবর)।এছাড়া ফুুুুুুলপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ উক্ত মিটিংয়ে ভার্চুয়ালি যোগদান করেন।