সংবাদ শিরোনাম ::
আকাশে রংধনু দেখা যায় কেন?
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:২৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
মেঘ করে বৃষ্টির পর আকাশ হয়ে যায় ঝকঝকে। আকাশে তখন আবার সূর্য ওঠে
মাঝে মাঝে বৃষ্টির পর আকাশে নানা রঙের ঝিলিক দেখা যায়। মনে হয়, নানা রঙের ধনুক আকাশ জুড়ে আছে।
নানা রঙের এই ধনুককে বলে রংধনু। আমাদের মনে প্রশ্ন জাগে, আকাশে কেন রংধনু দেখা যায়?
বৃষ্টির পর আকাশ পরিষ্কার মনে হয়।
কিন্তু কিছু কিছু পানির কণা তখনও বাতাসে ভাসতে থাকে। সূর্যের আলো এ পানির কণা ভেদ করে পৃথিবীতে আসে।
পানির কণা ভেদ করার সময় সূর্যের আলো বেঁকে যায়। আর সূর্যের সাদা রং সাতটি রঙে ভাগ হয়ে যায়। এ রঙগুলো হলো-বেগুনি নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা ও লাল। এ সাতটি রঙকে আমরা রংধনুর আকারে আকাশে দেখি
আকাশে রংধনু সব সময় সূর্যের উল্টো পাশে দেখা যায়। আর রংধনু উঠলেই বোঝা যায় বৃষ্টি আর হবে না।
তানজিলা আক্তার রাজশাহীর সংবাদদাতা