জয়পুরহাটের কালাইয়ে কোচ টার্মিনালের শুভ উদ্বোধন
- আপডেট সময় : ১২:০১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৬৪৪ বার পড়া হয়েছে
জয়পুরহাট প্রতিনিধি :-
জয়পুরহাটের কালাইয়ে বাস (কোচ) টার্মিনালে ফিতা কেটে উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
কালাই থানার দক্ষিন পার্শ্বে বগুড়া জয়পুরহাট বগুড়া মহাসড়কের সড়কের পাশে নব নির্মিত পুলিশ প্লাজা মার্কেটের পূর্ব দিকে অবস্থিত ঢাকা, মহাখালী, নারায়ণগঞ্জ, সিলেট, কুয়াকাটা, চট্টগ্রামসহ দূরপাল্লার এ বাস টার্মিনাল চালু করা হয়।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১১টায় টার্মিনাল উদ্বোধন করেন এম.এ মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী, টিআই জামিরুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি গোলাম মর্তূজা শিপলু, সড়ক সম্পাদক তুহিনসহ গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে।
এসময়ে তারা বলেন, এমন উদ্যোগে সকল বাসগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে। তখন আধুনিক সেবা দেয়াটাও সহজ হবে৷