ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজীপুরে আইন ও সালিশ কেন্দ্রের ভিজিট  পালিত ছেলেকে হারানো ছেলের আসনে বসিয়েছি, সে রোহিঙ্গা নয়: আব্দু সালাম রাউজান প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন: সভাপতি বেলাল উদ্দীন,সম্পাদক নেজাম উদ্দিন রানা এনায়েতপুরে ছাত্র আন্দোলনে নিহতের লাশ উত্তোলন না করার দাবীতে সংবাদ সন্মেলন  মুগ্ধতা ছড়াচ্ছে কচুরিপানার ফুল মহাত্মা লালন সাঁইজির ১৩৪তম তিরোধান দিবস পালন উপলক্ষে শাহজাদপুরে লালন গানের আসর অনুষ্ঠিত  সিরাজগঞ্জে এক ঘণ্টার জন্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পেলেন কিশোরী জান্নাতুল শিফা ফ্রান্সে আন্তর্জাতিক সার্বজনীন বুদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান সম্পন্ন কাজিপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ইন্তেকাল সিরাজগঞ্জে গরু নেই, দম্পতির কাঁধে ঘানির জোয়াল

মহানন্দায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা শ্রমিক বিজিবি বিরোধ, আহত ১২, আটক ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথর শ্রমিকদের মাঝে বিরোধ দেখা দিয়েছে। শনিবার সকালে ওই নদীর ভাদ্রুবাড়ি এলাকায় পাথর শ্রমিকরা পাথর উত্তোলন করতে গেলে তাতে বাধা দেয় বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখে পাথর শ্রমিকরা। পরে বিজিবি পাথর ব্যবসায়ী ও ট্রাক্টর চালকসহ ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে বিজিবির লাঠিচার্জে অনেক নারী পুরুষ আহত হয়েছেন বলে অভিযোগ করেছে পাথর শ্রমিকরা। এদের মধ্যে ১২ জনকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে’।

আটকৃতরা হলেন, তেঁতুলিয়ার ভাদ্রুবাড়ি এলাকার ট্রাক্টর চালক সোলেমান আলী (৩০), একই এলাকার পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৪), রণচন্ডী এলাকার ট্রাক্টর চালক অমিত হাসান (২৩) ও পঞ্চগড় সদর উপজেলার তালমা এলাকার ট্রাক্টর চালক শিমুল হাসান (২৮)।

আহতরা হলেন, ভাদ্রুবাড়ি এলাকার আমিনুর (২৮), সবিরন (৭০), ইমারন (৭০), মালতি (৩৫), আকলিমা (৪০), আতুল (৪০), ছালেমা (৭০), আঞ্জুনা , জোসনা, আঞ্জুনা (৩০), সালেকা (৫২) ও সরকারপাড়া এলাকার রাসেল (৩২)

তেঁতুলিয়া উপজেলা স্বাস্ কমপ্লেক্সে ভর্তি ভাদ্রুবাড়ি এলাকার আকলিমা আক্তার বলেন, সকালে শ্রমিকরা নদীতে পাথর তুলতে গিয়েছিল। ১০ টার সময় তারা চলে আসে। পরে ট্রাক্টরগুলো পাথর আনতে গেলে বিজিবি সদস্যরা ট্রাক্টরগুলো নিয়ে ভারতীয় সীমান্তে রেখে আসে। কিছুক্ষণ পর তারা ট্রাক্টরগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা নারীরা আটক করে ট্রাক্টরগুলো নিয়ে নেই। পরে প্রশাসনের লোকজন আসে। তারা বসে বিষয়টি সমাধান করছিল। শেষ মুহুর্তে তিন গাড়ি বিজিবি এসে আমাদের মারধর শুরু করে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, গত ৩ আগস্ট জেলা প্রশাসকের নেতৃত্বে একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে বর্ডার ক্রস করে পাথর তোলা যাবে না। মহানন্দায় পাথর তোলা নিয়ে মাঝে মধ্যেই বিজিবি ও পাথর শ্রমিকদের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়। যুগ যুগ ধরে তারা এখানে পাথর উত্তোলন করে আসছে। আজকেও সীমানা পেরিয়ে মহানন্দায় পাথর তুলতে গেলে বিজিবির সদস্যরা তাতে বাধা দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিবি লাঠি চার্জ করতে উদ্যত হয়েছিল কিন্তু আমরা তাদের থামিয়েছি। এছাড়াও আমি পাথর শ্রমিক সংশ্লিষ্টদের নিয়ে মিটিং ডেকেছি। ৪ জনকে আটক করা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল যুবায়েদ হাসান বলেন, সীমানা অতিক্রম করে একটি চক্র পাথর উত্তোলন করে গেলে বিজিবি বাধা দেয়। এ সময় তারা আমাদের ৬/৭ জন্য বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখে। এর ফাঁকে সীমান্ত থেকে ট্রাক্টরগুলো সরিয়ে নেয় তারা। পরে আমাদের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে’। লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহানন্দায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা শ্রমিক বিজিবি বিরোধ, আহত ১২, আটক ৪

আপডেট সময় : ০৬:১১:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সীমান্ত নদী মহানন্দায় পাথর উত্তোলনকে কেন্দ্র করে বিজিবি ও স্থানীয় পাথর শ্রমিকদের মাঝে বিরোধ দেখা দিয়েছে। শনিবার সকালে ওই নদীর ভাদ্রুবাড়ি এলাকায় পাথর শ্রমিকরা পাথর উত্তোলন করতে গেলে তাতে বাধা দেয় বিজিবি। এ সময় বিজিবি সদস্যদের অবরুদ্ধ করে রাখে পাথর শ্রমিকরা। পরে বিজিবি পাথর ব্যবসায়ী ও ট্রাক্টর চালকসহ ৪ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে বিজিবির লাঠিচার্জে অনেক নারী পুরুষ আহত হয়েছেন বলে অভিযোগ করেছে পাথর শ্রমিকরা। এদের মধ্যে ১২ জনকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি শান্ত হলেও ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে’।

আটকৃতরা হলেন, তেঁতুলিয়ার ভাদ্রুবাড়ি এলাকার ট্রাক্টর চালক সোলেমান আলী (৩০), একই এলাকার পাথর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (২৪), রণচন্ডী এলাকার ট্রাক্টর চালক অমিত হাসান (২৩) ও পঞ্চগড় সদর উপজেলার তালমা এলাকার ট্রাক্টর চালক শিমুল হাসান (২৮)।

আহতরা হলেন, ভাদ্রুবাড়ি এলাকার আমিনুর (২৮), সবিরন (৭০), ইমারন (৭০), মালতি (৩৫), আকলিমা (৪০), আতুল (৪০), ছালেমা (৭০), আঞ্জুনা , জোসনা, আঞ্জুনা (৩০), সালেকা (৫২) ও সরকারপাড়া এলাকার রাসেল (৩২)

তেঁতুলিয়া উপজেলা স্বাস্ কমপ্লেক্সে ভর্তি ভাদ্রুবাড়ি এলাকার আকলিমা আক্তার বলেন, সকালে শ্রমিকরা নদীতে পাথর তুলতে গিয়েছিল। ১০ টার সময় তারা চলে আসে। পরে ট্রাক্টরগুলো পাথর আনতে গেলে বিজিবি সদস্যরা ট্রাক্টরগুলো নিয়ে ভারতীয় সীমান্তে রেখে আসে। কিছুক্ষণ পর তারা ট্রাক্টরগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা নারীরা আটক করে ট্রাক্টরগুলো নিয়ে নেই। পরে প্রশাসনের লোকজন আসে। তারা বসে বিষয়টি সমাধান করছিল। শেষ মুহুর্তে তিন গাড়ি বিজিবি এসে আমাদের মারধর শুরু করে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, গত ৩ আগস্ট জেলা প্রশাসকের নেতৃত্বে একটি মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে বর্ডার ক্রস করে পাথর তোলা যাবে না। মহানন্দায় পাথর তোলা নিয়ে মাঝে মধ্যেই বিজিবি ও পাথর শ্রমিকদের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়। যুগ যুগ ধরে তারা এখানে পাথর উত্তোলন করে আসছে। আজকেও সীমানা পেরিয়ে মহানন্দায় পাথর তুলতে গেলে বিজিবির সদস্যরা তাতে বাধা দিলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিজিবি লাঠি চার্জ করতে উদ্যত হয়েছিল কিন্তু আমরা তাদের থামিয়েছি। এছাড়াও আমি পাথর শ্রমিক সংশ্লিষ্টদের নিয়ে মিটিং ডেকেছি। ৪ জনকে আটক করা হয়েছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল যুবায়েদ হাসান বলেন, সীমানা অতিক্রম করে একটি চক্র পাথর উত্তোলন করে গেলে বিজিবি বাধা দেয়। এ সময় তারা আমাদের ৬/৭ জন্য বিজিবি সদস্যকে অবরুদ্ধ করে রাখে। এর ফাঁকে সীমান্ত থেকে ট্রাক্টরগুলো সরিয়ে নেয় তারা। পরে আমাদের সদস্যরা গিয়ে তাদের উদ্ধার করে। এ সময় ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে’। লাঠিচার্জের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।