সংবাদ শিরোনাম ::
শ্রীমঙ্গলে অজগর উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৪৪ বার পড়া হয়েছে
শ্রীমঙ্গল সংবাদদাতা: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়িতে ঢুকে হাসঁ মুরগি খেয়ে মানুষকে অতিষ্ট করে তুলছিল একটি অজগর সাপ।
অবশেষে একটি চুলা কারখানা থেকে অজগরটিকে উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকায় বন্ধুচুলা কারখানার লোকজন অজগরটিকে দেখতে পেয়ে শ্রীমঙ্গলস্থ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দেয়। খবর পেয়ে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল অজগর সাপটিকে উদ্ধার করেন।
সজল দেব জানান, কয়েকদিন ধরে একটি অজগর সাপ মানুষের গৃহপালিত হাঁস মোরগ খেয়ে আসছিল। এ কারণে মানুষ অতিষ্ট হয়ে পড়েছিল। অবশেষে সেই অজগর সাপটিকে বন্ধুচুলা কারখানা থেকে উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগ কতৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।