আমি আবারও আপনাদের সেবা করতে চাই : কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সভায় এমপি কমল
- আপডেট সময় : ১২:১৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
সাইমুম সরওয়ার কমল এমপি বলেছেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে এবং সামনের সংকট উত্তরণে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। আপনাদের ভালোবাসায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকেরই বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারাই আমাকে এমপি করেছিলেন। আমি এমপি হয়ে কোন সময় বিলাসিতা করিনি। আমার কোন গোপন সম্পদ নেই। আমার সন্তানের জন্য কোন সঞ্চয় করিনি। আমি শুধু জনগণের জন্য ব্যয় করেছি। আমি আপনাদের পাশে থেকে, মানুষের পাশে থেকে আপনাদের সেবা করেছি। করোনার দুঃসময়ে যখন মানুষের পাশে মানুষ যায়নি, সেই দুঃসময়েও আমি আপনাদের পাশে থেকেছি। করোনায় মৃত মানুষকে কাঁধে তুলে নিয়েছি এবং কবরে নেমে দাফন সম্পন্ন করেছি। আপনারাই আমার নেতা। আপনাদের ভালোবাসা নিয়ে, আমি আবারও আপনাদের সেবা করতে চাই।
রামুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত চাকমারকুল ও রাজারকুল ইউনিয়নে কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সভায় এ কথা বলেন, সাইমুম সরওয়ার কমল এমপি।
গতকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চাকমারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে চাকমারকুল ইউনিয়ন পরিষদ মাঠে এবং রাজারকুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফিজুর রহমানের সভাপতিত্বে রাত সাড়ে ৯টায় রাজারকুল ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তৃতা করেন, কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। চাকমারকুলে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন, জেলা পরিষদের সাবেক সদস্য নুরুল হক।
সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, আমাদের সমস্ত শক্তির উৎস হচ্ছেন আপনারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনটি আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই আমরা ভালো থাকবো, বাংলাদেশের মানুষ ভালো থাকবে। এমপি কমল আগামী ২৩ সেপ্টেম্বর রামুতে অনুষ্ঠিতব্য জনসভায় রাজারকুল ও চাকমারকুল ইউনিয়নের মানুষকে স্বতঃস্ফূর্ত উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এই জনসভায় জানান দিতে হবে, দেশের উন্নয়নের ধারাবাহিতা রক্ষা করতে এবং অসম্পূর্ণ উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করতে আবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। উন্নয়নের সুফল পেয়েছে বলেই রামুর জনগণ আবারও নৌকায় ভোট দিবে এটা আমি বিশ্বাস করি।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তসলিম উদ্দিন সোহেলের সঞ্চালনায় চাকমারকুলে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আলী হোসেন, ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসাইন কোম্পানী। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা আওয়ামী ওলামালীগের সভাপতি নুরুল আজিম।
উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি তপন মল্লিকের সঞ্চালনায় রাজারকুলে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগ নেতা রাজারকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আলম চৌধুরী,আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন সিকদার, হাকিম আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রতন বড়ুয়া, উপজেলা তাঁতিলীগের সহ-সভাপতি ছুরুত আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদ সদস্য মো. শাহাব উদ্দিন, ইউপি সদস্য এরশাদ উল্লাহ, ইউপি সদস্য সাবেক ছাত্রলীগ নেতা মাশেকুর রহমান, ইউপি সদস্য বোরহান উদ্দিন রব্বানি, ইউপি সদস্যা আলম শাইর, ইউপি সদস্য রেশমিন সুলতানা কলি, ইউপি সদস্য কালা মিয়া, সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমদসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা বক্তৃতা করেন।###