শরীয়তপুরে জোরপূর্বক অন্যের জমির গাছ কেটে নেয়ার অভিযোগ
- আপডেট সময় : ০৬:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৫৭ বার পড়া হয়েছে

শরীয়তপুর সংবাদদাতা: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জোরপূর্বক অন্যের জমির গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার পশ্চিম লোনসিং গ্রামে এমন ঘটনা ঘটে।
অভিযোগ সুত্রে জানা গেছে, লোনসিং গ্রামের মৃত আব্দুর রহমান হাওলাদার ৬৫ নং লোনসিং মৌজার বিএরএস ১৯১ নং দাগে ৪৫ শতাংশ জমি রেখে যান। প্রায় ৫০ বছর পূর্বে স্থানীয় আজিজুল খা’র পূর্ব পুরুষের কাছ থেকে আব্দুর রহমান হাওলাদার ওই জমি কিনেছিলেন। উত্তরাধিকার সূত্রে বর্তমানে ওই জমির মালিক আব্দুর রহমান হাওলাদারের ছেলে-মেয়েরা। আব্দুর রহমান হাওলাদারের ছেলে-মেয়েরা ওই জমিতে বিভিন্ন গাছপালা লাগিয়ে ভোগ দখল করে আসছেন। কিন্তু কিছুদিন পূর্বে হঠাৎ করে আজিজুল খা ও তার ভাই জুলহাস খা আব্দুর রহমান হাওলাদারের রেখে যাওয়া ওই জমির প্রায় ১০ লাখ টাকার গাছ কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় আব্দুর রহমান হাওলাদারের ছেলে-মেয়েরা বাঁধা দিতে গেলে আজিজুল খা, জুলহাস খা ও তাদের লোকজন তাদের হামলা চালায়। এ ঘটনায় আব্দুর রহমান হাওলাদারের মেয়ে জামাই কাদের মোড়ল নড়িয়া থানায় অভিযোগ দায়ের করেন।
কাদের মোল্যা বলেন, আমার শ্বশুর মৃত আব্দুর রহমান হাওলাদারের রেখে যাওয়া জায়গার গাছ আজিজুল খা, জুলহাস খা লোকজন নিয়ে জোরপূর্বক কেটে নিয়ে যাচ্ছে। আমরা বাঁধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা করে। আসপাশের লোকজন এসে আমাদের রক্ষা। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
এ বিষয়ে জানার জন্য আজিজুল খা’র বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ছেলে রনি খা এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, লোনসিং গ্রামে জোরপূর্বক গাছ কাটা ও মারধরের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।











