ঢাকা ০১:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিক্ষক উন্নয়নের জন্য ইউনেস্কো-হামদান পুরস্কার পেয়েছে ‘গুড নেইবারস বাংলাদেশ’ বেলকুচিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভন্ড কবিরাজের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযান   বিশ্ব শিক্ষক দিবসে নিজ সহকর্মিদের ভালোবাসায় সিক্ত হলেন গুণী শিক্ষক শওকত আলী বদির ক্যাশিয়ার ফারুককে ধরতে গিয়ে হামলার শিকার হলেন র‍্যাব সদস্যরা কাজিপুরের চরাঞ্চলের বিদ্যুতে শুভংকরের ফাঁকি ! চাহিদা ১০ বরাদ্দ মাত্র ২ মেগাওয়াট!  স্বেচ্ছাসেবক দলের নেতাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার অভিযোগ  কাজিপুরে ধর্ষণের অভিযোগে অফিস সহকারি গ্রেপ্তার বেলকুচিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত 

১৫ দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের এক দফা দাবি নিয়ে বিএনপির পক্ষ থেকে এবার ১৫ দিনের টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিতে নানামাত্রিক সমাবেশের পাশাপাশি রোডমার্চও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর’) বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

বিএনপি নেতারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চান তারা। এজন্য দুই ধাপে কর্মসূচি সাজানো হচ্ছে। প্রতিটি ধাপের শেষ দিনের কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। প্রথম ধাপের কর্মসূচিতে সরকারের অবস্থান বোঝার চেষ্টা করবেন। সরকার কঠোর হলে কর্মসূচিও কঠোর হবে।

প্রথম ধাপ: রোডমার্চ ও সমাবেশ

৩ অক্টোবর পর্যন্ত দেশের বৃহত্তর জেলায় রোডমার্চ ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রতিটি রোডমার্চের শুরুতে এবং শেষে দুটি জনসভা হবে এবং পথে আরও বেশকিছু পথসভা হবে। এই কর্মসূচির ব্যাপারে বিস্তারিত সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা রয়েছে। বিরোধী দল ও জোট গুলো নিয়ে চট্টগ্রাম, সিলেট ও খুলনা রুটে রোডমার্চ পরিচালনা করবে বিএনপি। একদফা দাবিতে ‘তারুণ্যের রোডমার্চ’ যৌথভাবে পালন করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

দ্বিতীয় ধাপ: হরতাল ও অবরোধ

হরতাল বা অবরোধের মতো ভিন্ন নামে কর্মসূচির চিন্তা করছে দলটির নীতিনির্ধারকরা’। যা হবে সরকার পতনের দাবিতে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপের কর্মসূচি। এর মাধ্যমেই আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় বিএনপি। সেভাবেই প্রস্তুতি নিতে সব সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে দুই বিভাগের সব সাংগঠনিক জেলার নেতাকর্মীরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

যুগপৎ আন্দোলনের ব্যাপারে আগেই ধারণা দিইয়েছিল বিএনপি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর’) গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার পতনের একদফা দাবি আদায়ে সোমবার বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের মানুষকে নিয়ে আন্দোলন শুরু হয়েছে। এতে সবাই একত্রিত হয়েছে। সবাই একমত, এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সংসদে আছে, জাতীয় পার্টির নেতারাও বলেছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আমরা একদফা দাবিতে আবারও কর্মসূচি দেব।’

তিনি আরও বলেন, একদফা দাবিতে তরুণ যারা আছে, ভোট দিতে পারে না তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (আজ) রংপুর ও রোববার (কাল’) রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ। আশা করছি এ কর্মসূচিতেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢেউ নামবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনো সময় আছে, শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুন।

বিএনপির টানা কর্মসূচি যুগপৎ হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের মতামত নিতে দু-এক দিনের মধ্যে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবীদের পৃথক সমাবেশ করার বিষয়ে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে’। আগামী স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৫ দিনের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি

আপডেট সময় : ১১:৪৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের এক দফা দাবি নিয়ে বিএনপির পক্ষ থেকে এবার ১৫ দিনের টানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচিতে নানামাত্রিক সমাবেশের পাশাপাশি রোডমার্চও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর’) বিএনপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণার কথা রয়েছে।

বিএনপি নেতারা জানান, দ্বাদশ সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই দাবি আদায় করতে চান তারা। এজন্য দুই ধাপে কর্মসূচি সাজানো হচ্ছে। প্রতিটি ধাপের শেষ দিনের কর্মসূচি হবে ঢাকাকেন্দ্রিক। প্রথম ধাপের কর্মসূচিতে সরকারের অবস্থান বোঝার চেষ্টা করবেন। সরকার কঠোর হলে কর্মসূচিও কঠোর হবে।

প্রথম ধাপ: রোডমার্চ ও সমাবেশ

৩ অক্টোবর পর্যন্ত দেশের বৃহত্তর জেলায় রোডমার্চ ও সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। প্রতিটি রোডমার্চের শুরুতে এবং শেষে দুটি জনসভা হবে এবং পথে আরও বেশকিছু পথসভা হবে। এই কর্মসূচির ব্যাপারে বিস্তারিত সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা রয়েছে। বিরোধী দল ও জোট গুলো নিয়ে চট্টগ্রাম, সিলেট ও খুলনা রুটে রোডমার্চ পরিচালনা করবে বিএনপি। একদফা দাবিতে ‘তারুণ্যের রোডমার্চ’ যৌথভাবে পালন করবে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

দ্বিতীয় ধাপ: হরতাল ও অবরোধ

হরতাল বা অবরোধের মতো ভিন্ন নামে কর্মসূচির চিন্তা করছে দলটির নীতিনির্ধারকরা’। যা হবে সরকার পতনের দাবিতে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপের কর্মসূচি। এর মাধ্যমেই আন্দোলনের ফসল ঘরে তুলতে চায় বিএনপি। সেভাবেই প্রস্তুতি নিতে সব সাংগঠনিক জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বার্তা দেওয়া হয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে দুই বিভাগের সব সাংগঠনিক জেলার নেতাকর্মীরা ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছেন।

যুগপৎ আন্দোলনের ব্যাপারে আগেই ধারণা দিইয়েছিল বিএনপি। শুক্রবার (১৬ সেপ্টেম্বর’) গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনের এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার পতনের একদফা দাবি আদায়ে সোমবার বিস্তারিত কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের মানুষকে নিয়ে আন্দোলন শুরু হয়েছে। এতে সবাই একত্রিত হয়েছে। সবাই একমত, এ সরকারের অধীনে নির্বাচনে যাবে না। সংসদে আছে, জাতীয় পার্টির নেতারাও বলেছেন এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আমরা একদফা দাবিতে আবারও কর্মসূচি দেব।’

তিনি আরও বলেন, একদফা দাবিতে তরুণ যারা আছে, ভোট দিতে পারে না তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার (আজ) রংপুর ও রোববার (কাল’) রাজশাহী বিভাগে তারুণ্যের রোডমার্চ। আশা করছি এ কর্মসূচিতেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ঢেউ নামবে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা পড়ুন। এখনো সময় আছে, শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আয়োজন করুন।

বিএনপির টানা কর্মসূচি যুগপৎ হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের মতামত নিতে দু-এক দিনের মধ্যে বৈঠকের কথা রয়েছে। এছাড়াও চলতি মাসের শেষের দিকে ঢাকায় ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবীদের পৃথক সমাবেশ করার বিষয়ে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটের পক্ষ থেকে বিএনপিকে প্রস্তাব দেওয়া হয়েছে’। আগামী স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।